#হ্যাশট্যাগ_কি?
আসসালামুআলাইকুম,
আমি মোঃ মানিক ইসলাম । আজকে আমি কথা বলবো #হ্যাশট্যাগ নিয়ে। তবে দেরি কেন! চলুন শুরু করা যাক।
জানেন কি হ্যাশট্যাগের এর ব্যবহার কিভাবে শুরু হয়??
📌হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয় মূলত মাইক্রোব্লগিং সাইট টুইটারে। এরপর ২০১৩ সালের জুনে ফেসবুকে এরপর গুগলপ্লাসে এর ব্যবহার দেখা যায়। হ্যাশট্যাগের জনপ্রিয়তা এতো বেশি বেড়ে যায় যে শেষ পর্যন্ত ‘হ্যাশট্যাগ’ শব্দটি ২০১৪ সালের জুন মাসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে জায়গা দখল করে নেয়।
হ্যাশট্যাগ কি?
উত্তর:- '#' বর্গাকার এক চিহ্নের নাম "হ্যাশ"।
আর "ট্যাগ" বলতে কোন কিছু নির্দিষ্ট করে বুঝতে । যেমন ধরুন বাজারে কোন পণ্যের গায়ে যে ছোট টুকরো লেবেল লাগানো থাকে তাকে প্রাইজ ট্যাগ বলতে পারি আর নাম থাকলে নাম ট্যাগ।
হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে একই ধরনের বক্তব্যকে একীভূত করে।
হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সেই লেখাটি নীল রঙ ধারণ করে এবং এটি একটি আলাদা লিংকে পরিণত হয়। পরবর্তিতে ওই শব্দের উপর ক্লিক করলে ফেসবুকের ক্ষেত্রে যত স্থানে ওই শব্দটি ব্যবহার হয়েছে তা নতুন ওয়েব পাতায় চলে আসে ।
#hashtag #seo #keyword #manikislam #manik626
আসসালামুআলাইকুম,
আমি মোঃ মানিক ইসলাম । আজকে আমি কথা বলবো #হ্যাশট্যাগ নিয়ে। তবে দেরি কেন! চলুন শুরু করা যাক।
জানেন কি হ্যাশট্যাগের এর ব্যবহার কিভাবে শুরু হয়??
📌হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয় মূলত মাইক্রোব্লগিং সাইট টুইটারে। এরপর ২০১৩ সালের জুনে ফেসবুকে এরপর গুগলপ্লাসে এর ব্যবহার দেখা যায়। হ্যাশট্যাগের জনপ্রিয়তা এতো বেশি বেড়ে যায় যে শেষ পর্যন্ত ‘হ্যাশট্যাগ’ শব্দটি ২০১৪ সালের জুন মাসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে জায়গা দখল করে নেয়।
হ্যাশট্যাগ কি?
উত্তর:- '#' বর্গাকার এক চিহ্নের নাম "হ্যাশ"।
আর "ট্যাগ" বলতে কোন কিছু নির্দিষ্ট করে বুঝতে । যেমন ধরুন বাজারে কোন পণ্যের গায়ে যে ছোট টুকরো লেবেল লাগানো থাকে তাকে প্রাইজ ট্যাগ বলতে পারি আর নাম থাকলে নাম ট্যাগ।
হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে একই ধরনের বক্তব্যকে একীভূত করে।
হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সেই লেখাটি নীল রঙ ধারণ করে এবং এটি একটি আলাদা লিংকে পরিণত হয়। পরবর্তিতে ওই শব্দের উপর ক্লিক করলে ফেসবুকের ক্ষেত্রে যত স্থানে ওই শব্দটি ব্যবহার হয়েছে তা নতুন ওয়েব পাতায় চলে আসে ।
#hashtag #seo #keyword #manikislam #manik626
Comments
Post a Comment