Skip to main content

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি ?

 সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি ?

আপনার ব্যবসায়িক পণ্যের প্রচারের জন্য এর চাইতে ভাল জায়গা, এখনও নাই। একটি এ্যাক্টিভ কমিউনিটি তৈরি করুন। এমনভাবে একটি কমিউনটি তৈরি করুন যেখানে সকল মেম্বার এ্যাক্টিভ থাকবে। ফেসবুকে কমিউনিটি তৈরি করার জন্য গ্রুপ কিংবা পেজ তৈরি করুন। এমনি করে টুইটার, গুগল প্লাস কিংবা লিংকেডিনে কমিউনিটি তৈরি করুন। আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহন করতে পারেন। কাউকে ইমেইল পাঠানোর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার পেজ কিংবা গ্রুপের লিংকগুলো সিগনেচার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার নিজের ওয়েবসাইটে কিংবা কোন ব্লগে পোস্ট দেয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লাইক বাটন যুক্ত করুন। সকল সোশ্যাল মিডিয়াতে সক্রিয়ভাবে নিয়মিত অংশগ্রহণের জন্য ম্যানেজমেন্টটুলস (HootSuite, TweetDeck) ব্যবহার করুন যা আপনার সময়কে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভাল ফলাফল বের করতে সাহায্য করবে। নিয়মিত পোস্ট দিতে হবে। সেটা একটা রুটিন অনুযায়ী করলে ভাল হয়ে। যেমন, ৩ দিন পর, ১ সপ্তাহ পর। তাহলে নিয়মিত ভিজিটর আসবে নতুন কিছু পাবার আশায়।

Comments

Popular posts from this blog

টেলিটকে বিকাস দিয়ে বিদ্যুৎ বিল প্রদানে পাচ্ছেন ১০ % ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক

হ্যালো ট্রিকবিডি, ভিউয়ার. আশাকরি সকলে ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক পাবেন। তো শুরু করা যাক, আপনারা সকলে জানেন যে,বিকাস এর মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করা যায়। তবে এটা হয়তো অনেকেই জানেন না, টেলিটক দিয়ে বিকাস এর মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করলেই পাচ্ছেন ১০% ক্যাশ ব্যাক। একটা কথা বলে রাখি,এটা শুধুমাত্র টেলিটক বিকাস ইউজারদের জন্য। সকলেই তো জানেন, কিভাবে বিল প্রদান করতে হয়।যদি কেউ না জেনে থাকেন তাহলে  Click Here   থেকে দেখে নিন। আর একটা কথা,আপনার বিল প্রদানের পরিমাণ যত টাকাই হোক না কেন, আপনি সর্বোচ্চ ৩০ টাকার বেশি ক্যাশ ব্যাক পাবেন না। মানে আপনি যদি ১০০ টাকার বিল প্রদান করেন, তাহলে পাবেন ১০ টাকা। যদি ৩০০টাকার বিল প্রদান করেন, তাহলে ৩০ টাকা। আর ৩০০ টাকার উপরে যত টাকাই প্রদান করেন না কেন, আপনি ৩০ টাকাই ক্যাশ ব্যাক পাবেন। ক্যাশ ব্যাক এর পরিমাণ কম তাতে কি,না পাওয়া চেয়ে তো ভাল। নিচে, আমি আমার ক্যাশ ব্যাক এর প্রুভ দিলাম। চলিত মাস ছাড়া পূর্ববর্তী মাসের বিল প্রযোজ্য নয়। অবশেষে, এক

হ্যাশট্যাগ কি?

#হ্যাশট্যাগ_কি ? আসসালামুআলাইকুম, আমি মোঃ মানিক ইসলাম । আজকে আমি কথা বলবো  #হ্যাশট্যাগ  নিয়ে। তবে দেরি কেন! চলুন শুরু করা যাক। জানেন কি হ্যাশট্যাগের এর ব্যবহার কিভাবে শুরু হয়?? 📌 হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয় মূলত মাইক্রোব্লগিং সাইট টুইটারে। এরপর ২০১৩ সালের জুনে ফেসবুকে এরপর গুগলপ্লাসে এর ব্যবহার দেখা যায়। হ্যাশট্যাগের জনপ্রিয়তা এতো বেশি বেড়ে যায় যে শেষ পর্যন্ত ‘হ্যাশট্যাগ’ শব্দটি ২০১৪ সালের জুন মাসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে জায়গা দখল করে নেয়। হ্যাশট্যাগ কি? উত্তর:- '#' বর্গাকার এক চিহ্নের নাম "হ্যাশ"। আর "ট্যাগ" বলতে কোন কিছু নির্দিষ্ট করে বুঝতে । যেমন ধরুন বাজারে কোন পণ্যের গায়ে যে ছোট টুকরো লেবেল লাগানো থাকে তাকে প্রাইজ ট্যাগ বলতে পারি আর নাম থাকলে নাম ট্যাগ। হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে একই ধরনের বক্তব্যকে একীভূত করে। হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সেই লেখাটি নীল রঙ ধারণ করে এবং এটি একটি আলাদা লিংকে পরিণত হয়। পরবর্তিতে ওই শব্দের উপর ক্লিক করলে ফেসবুকের ক্ষেত্রে যত স্থানে ওই শব্দটি ব্যবহার হয়েছে তা নতুন ওয়েব পাতায় চলে আসে । #hashtag   #seo   #keyw